কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদস্য পদে আহসান হাবিব হাসান সিকদার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সিদ্দিকী পেয়েছেন ৬১ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য পদে জেসমিন আলপনা বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন : ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী
এদিকে, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ফারুক হোসেন ৮৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন ৬২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত। বোয়ালমারী উপজেলার একমাত্র ভোটকেন্দ্র ছিল উপজেলা পরিষদের হলরুমে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১৪৬ জন। এর মধ্যে ১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আরও পড়ুন : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট
উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার মো. দেলোয়ার হোসেন একটি মামলায় জেলখানায় থাকায় তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমের ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া। ভোটগ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সান নিউজ/কেএমএল