সান নিউজ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়ায় বসতবাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ব্রুনাই সুলতান
রোববার (১৬ অক্টোবর) রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনছার ব্যাপারী পাড়ার ঠান্ডু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনছার ব্যাপারী পাড়া এলাকার রুকমান মোল্লার স্ত্রী বরু বিবি (৯০) ও রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার (৯)।
আরও পড়ুন: ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী
স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। কিছুক্ষণ পর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে করেন। বরু বিবি ও শিশু তাসমিয়া অসুস্থ ছিলেন। তাই আগুনের সময় সবাই ঘরের বাইরে বের হতে পারলেও তারা দুজন পুড়ে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী বলেন, আগুনে পুড়ে একই পরিবারের শিশুসহ দুই জন মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু
আগুন লাগার খবর পেয়েই গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি,গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
সান নিউজ/এমআর