রবিবার, ৬ এপ্রিল ২০২৫
প্রতীকী ছবি
সারাদেশ প্রকাশিত ১৫ অক্টোবর ২০২২ ১১:২৭
সর্বশেষ আপডেট ১৫ অক্টোবর ২০২২ ১১:২৯

ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল স্বাভাবিক

সান নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ রুটে অর্ধবেলা শনিবার (১৫ অক্টোবর) বাস চলাচল বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন: ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়নি। এতে ভেগান্তিতে পড়েন যাত্রীরা।

মহাখালীতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ রুটে এনা, সৌখিন, আলম এশিয়াসহ সব পরিবহনের বাস চলাচল বন্ধ আছে। যাত্রীরা কেউ বাসে, কেউ টিকিট কাউন্টারের সামনে বা ওয়েটিং রুমে বসে আছেন।

আরও পড়ুন: বিষবাষ্প ছড়িয়ে দিতে চায় বিএনপি

এনা পরিবহনের কাউন্টারে কথা বলে জানা যায়, মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী, বাস চলাচল বন্ধ। কখন বাস চলবে, এ প্রশ্নের জবাবে কাউন্টার থেকে জানানো হয়, বিকেল ৩টার পর থেকে বাস চলবে।

সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহে বিএনপির সমাবেশের কারণে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং কোনো যানবাহনের যেন ক্ষতি না হয়, সেজন্য ট্রিপ কমানো হয়েছে বাসের। বিকেল ৩টার পর থেকে স্বাভাবিকভাবেই বাস চলবে।

আরও পড়ুন: বাসচাপায় ৪ শ্রমিক নিহত

বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ছাড়ে এনা পরিবহনের বাসের প্রথম ট্রিপ। এর পরপরই সৌখিন পরিবহনের একটি বাস ছেড়ে যায় ময়মনসিংহের উদ্দেশে। বিকেলে এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা