ঠাকুরগাঁও প্রতিনিধি : অসাদু ভুয়া ও সুবিধাভোগী রায় বর্মন,সিংহ পদবীধারী হিন্দু সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীদের ক্ষুদ্র নৃ গোষ্ঠির সনদ প্রদান না করে প্রকৃত আদিবাসীদের অধিকার সংরক্ষনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
আরও পড়ুন : গাইবান্ধায় চার প্রার্থীর ভোট বর্জন
বুধবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাও জেলা শাখার উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এড. ইমরান হোসেন চৌধুরী, সভাপতি জাকের কালকো, সহ সভাপতি দুলাল তিগ্যা, সাংবাদিক শামসুজ্জোহা বাবলু,মনসুর আলী প্রমুখ।
আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫
বক্তারা অভিযোগ করে বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক ২০১৯ সালে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ এর ১৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ৫০ টি ক্ষুদ্র নৃ গোষ্ঠির নামের তালিকা প্রকাশ করে।
গেজেটে অস্পষ্টতার কারণে সমতলের হিন্দু সম্প্রদায়ের কোচ বর্মন সম্প্রদায়ের কিছু অসাধু ব্যক্তি ক্ষুদ্র ন্ গোষ্ঠির সনদপত্র সংগ্রহ করছে।এতে প্রকৃত আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
তাই প্রকৃত আদিবাসী ব্যতিত বর্মন রায় সিংহ নামধারী কাউকপ যেন ওই সনদ দেওয়া না হয় তার দাবি জানানো হয়।
পরে আদিবাসী নেতারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সান নিউজ/এইচএন