নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: করোনাকালে আসন্ন ঈদ-উল-আযহা উদযাপনে লঞ্চে ঈদযাত্রায় অসুস্থ মানুষ পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। মাস্ক ছাড়া চলাচল করলে আইন প্রয়োগ করতে নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, লঞ্চমালিক সমিতি ও পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের প্রজ্ঞাপন অনুসারে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।
লঞ্চে অবশ্যই যাত্রার আগে ও শেষে জীবাণুনাশক পানি স্প্রের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সকলেরই মাস্ক ও যথাযথ সুরক্ষার সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা, কোনো যাত্রী বা পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাস্ক ব্যবহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও লঞ্চের ধারণ ক্ষমতা অনুসারে যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে।
এছাড়া যাত্রার আগেই যাত্রীদের কেবিন ও ডেকের টিকিট সংগ্রহ, শারীরিক দূরত্ব বজায় রেখে ডেকে বসার ব্যবস্থা, লঞ্চ টার্মিনালের বাইরে ডেকের যাত্রীদের জন্য আলাদাভাবে টিকিট কাউন্টারের ব্যবস্থা, অসুস্থ যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট দপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং কার্যক্রম থাকার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বিআইডব্লিউটিএ’র যুগ্ন পরিচালক আজমল হুদা মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান, কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ লঞ্চ মালিক-শ্রমিক সমিতির সদস্যরা।
সান নিউজ/ এআর