হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার চকপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতে মোস্তাকিম হোসেন নাজমূল (৩০) নামে এক প্রতারককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধে ‘কুখ্যাত’ জেনারেল
প্রতারক মোস্তাকিম হোসেন নাজমুল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাজাপুর গ্রামের মৃত জমির হোসেনের ছেলে।
পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম জানান, ঘটনারদিন সকালে চকপাড়া এলাকায় পল্লী সঞ্চয় ব্যাংকের ‘একটি বাড়ী, একটি খামার’ প্রকল্প থেকে মোটা অংকের টাকা ঋণ দেয়ার আশ্বাসে ১৬টি পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে উল্লেখিত প্রতারক যুবক। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মোস্তাকিমকে আটক করে।
আরও পড়ুন: ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
এ সময় ভ্রাম্যমান আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ২শ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করায় তাকে এ সাজা দেয়া হয়েছে।
সান নিউজ/কেএমএল