ঝালকাঠি প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব
শুক্রবার (৭ অক্টোবর) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকা থেকে দু'টি স্পিড বোর্ড ও ৮টি ট্রলারযোগে বর্ণাঢ্য এই নৌ র্যালি শুরু হয়। এরপর র্যালিটি সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে বর্ণাঢ্য এই নৌ র্যালিতে উপস্থিত ছিলেন, বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ আরো অনেকে। এছাড়াও নৌ র্যালিতে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, মতৎস্যজীবী সংগঠন ও জেলেরা অংশ নেন।
আরও পড়ুন : শান্তিতে নোবেল পেলো মানবাধিকার কর্মী-সংস্থা
প্রজনন মৌসুম সফল করতে আজ থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে। এ সময় ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা ছাড়াও দেশে ইলিশ বিপনন, পরিবহন ও মৌজুদ নিষিদ্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ অভায়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণে এ কর্মসূচীর আয়োজন করেছে।
সান নিউজ/এইচএন