নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: ঢাকা থেকে বরিশাল আসার পথে দুর্ঘটনায় ভেঙে যাওয়া লঞ্চ দুটির যাত্রা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার নৌ-যান দুটি পরিদর্শন করে যাত্রা বাতিল করেছেন।
আজমল হুদা জানান, ‘লঞ্চ দুটি পরিদর্শন করেছি। মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ’র ছাড়পত্র না পাওয়া ওই দুটি লঞ্চ রুটে সংযুক্ত হতে পারবে না।’
বুধবার (২২ জুলাই) রাত ২টার একটু পরে মেঘনার ইলিশা চ্যানেলে এমভি মানামী লঞ্চ ডুবোচরে আটকে যায়। লঞ্চটি চর থেকে নামতে উচ্চগতিতে ব্যাক গিয়ারে নামতে গিয়ে তার পিছন থেকে যাওয়া সুন্দরবন-১০ লঞ্চটিতে সজোরে ধাক্কা মারে। এতে সুন্দরবন লঞ্চের মাঝখানের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মানামী লঞ্চের পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান দাবি করেন, ভিএইচএফ এ পেছনে যাওয়ার খবরটি সুন্দরবন-১০ লঞ্চকে অবহিত করা হয়েছিলো। কিন্তু ওই লঞ্চ তার দেওয়া তথ্য গুরুত্ব না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবর রহমানের দাবি, ভিএইচএফ এ কোনো সিগন্যাল পাঠায়নি মানামী।
সান নিউজ/ এআর