কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দরজার লক ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরি করেছে চোরের দল।
আরও পড়ুন: স্ত্রীকে তালাক দিলেন আল-আমিন
জানা যায়, বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাতে সাড়ে আটটার দিকে উপজেলার পৌর সদরের অডিটোরিয়াম এলাকায় এ চুরির ঘটনা ঘটে। পরে গৃহকর্তা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সবুর খান রাতেই স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ওই গৃহকর্তা সবুর খান বলেন, রাত সাড়ে সাতটার দিকে আমি ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করতে যাই। রাত পৌনে নয়টার দিকে বাসায় ফিরে দেখি বিল্ডিংয়ের দরজার লক ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন: বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮
এ ঘটনায় রাতেই বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছি।
তিনি আরও বলেন, বাড়িতে না থাকার সুযোগে চোরের দল এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীকে শনাক্ত এবং আটক করতে পুলিশ কাজ করছে।
সান নিউজ/কেএমএল