নিজস্ব প্রতিনিধি:
ব্রাক্ষণবাড়িয়া: খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ব্রাক্ষণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও মামলায় নিয়মবহির্ভূত আসামি করায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ে গত বুধবার (২২ জুলাই) বিকালের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।
সভায় সুষ্ঠু তদন্তপূর্বক তথ্য বিভ্রাট ঘটিয়ে অপপ্রচার না করার আহবান জানানো হয়।
সভায় সংহতি প্রকাশ করেন চ্যানেল আই দর্শক ফোরাম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফছারুল নবী মোবারক, ঐক্য ন্যাপ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি মো. ইয়াকুব আলী মাস্টার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমিন শাহীন, অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক আনিছুল হক রিপন, আমরা শিশু জোট সভাপতি মো. জিয়া কারদার নিয়ন, গুণিজন সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের বিভাগীয় সম্পাদক প্রভাষক পংকজ দেব, ব্রাহ্মণবাড়িয়া নাট্যগোষ্ঠীর সুমন চক্রবর্ত্তী, শিল্পী কল্যাণ পরিষদের সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য মিন হাজ নবী খান, ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সদস্য যাদুশিল্পী রুহুল আমিন সেলিম, রংধনু খেলাঘর আসরের সভাপতি রুনাক সুলতানা পারভীন, তিতাস রাঙা খেলাঘর আসর সাধারণ সম্পাদক এনামুল হাসান সমীর, বিজয় রাঙা খেলাঘর আসরের আহবায়ক প্রবীর চৌধুরী রিপন, প্রজন্ম খেলাঘর আসরের সভাপতি জুয়েলুর রহমান, শিশুবন্ধন খেলাঘর আসরের সভাপতি শফিকুল ইসলাম, চন্দ্রশীলা খেলাঘর আসরের সদস্য জুনায়েদ আহম্মদ খান, সোনার তরী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক এ এইচ আকাশ, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির, মধ্যমনি খেলাঘর আসরের সদস্য লিটন হোসাইন।
সভায় আসা সবাইকে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজড করা হয় এবং সামাজিক দূরত্বে অবস্থান ছিল সবার।
সান নিউজ/ এআর