আমিরুল হক,স্টাফ রিপোর্টার : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ নীলফামারীর সৈয়দপুর বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি সাংবাদিক এম. ওমর ফারুক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন : বিদ্যুৎ নেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়
মঙ্গলবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারি, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি এই তালিকা প্রকাশ করেন। এর আগে সৈয়দপুর উপজেলা বাছাই কমিটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচন করেন।
প্রসঙ্গত, এম.ওমর ফারুক দুইবার সৈয়দপুর বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সভাপতি থাকাকালিন সময়ে তিনি জেলা পর্যায়ে দুইবারই শেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন : দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই
এছাড়াও তিনি সৈয়দপুর প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী সংগঠন সৈয়দপুর শিল্পসাহিত্য সংসদ, নিরাপদ সড়ক চাই, চোখনাট্য দল, শিল্পী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তিনি।
সান নিউজ/এইচএন