রহতম উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির সময় রোহিঙ্গাসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
আরও পড়ুন: শাকিব-বুবলীর পরকীয়ায় সংসার ভাঙে অপুর!
মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ ও কোস্ট গার্ড।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে বাহারছড়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, মালয়েশিয়াগামী ট্রলারটিতে ৫০ জনের অধিক লোক ছিল। তাদের অনেকে নিজেই কূলে উঠে গেছে, কেউ নিখোঁজ আছে কিনা দেখা হচ্ছে।
টেকনাফের বাহারছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ভোরে কোনো এক সময়ে ট্রলারটি মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল। সম্ভবত অতিরিক্ত মানুষ বোঝাইয়ের কারণে সেটি সাগরে ডুবে যায়। ট্রলারে কতজন লোক ছিল এখনও জানা যায়নি। তবে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃতদের যাচাই-বাছাই চলছে। উদ্ধারকৃতদের বেশিরভাগই রোহিঙ্গা। তারা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। জেলেরা সাগরে লাশ ভাসমান দেখছে বলে অবহিত করছে। কিন্ত আমরা এখনও কোন লাশ দেখতে পাইনি।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার জানান, এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার অভিযান শেষ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সান নিউজ/কেএমএল