নিজস্ব প্রতিবেদক:
বরিশাল : বরিশাল নগরীর জর্ডন রোডে দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চিকিৎসক এবং দুই মালিককে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ জুলাই) রাতে এই সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
ওই ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিতে মারা যাওয়া একজন স্বনামধন্য চিকিৎসকের স্বাক্ষর নকল করে পরীক্ষার প্রতিবেদন তৈরি করা হতো। তাছাড়া জালিয়াতির সঙ্গে জড়িত চিকিৎসক ডা. নূরে সরোয়ার সৈকত ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাস করে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেন। তবে নিজের পরিচয়ে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে কর্মরত বলে পরিচয় দিতেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের চ্যালেঞ্জে তা মিথ্যে প্রমাণিত হয়।
এসব অপরাধে ওই চিকিৎসকসহ দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসের দুই মালিক এম কে চৌধুরী ও জসিমউদ্দিন মিলনকে ছয়মাস করে কারাদণ্ড এবং সিলগালা করে দেওয়া হয়। ডায়গনেস্টিক সেন্টারটি। অভিযানে র্যাব ও পুলিশ সদস্যরাও ছিলেন।
সান নিউজ/ এআর