নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: সাপের কামড়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিল মামুদপুর আদেল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মুরগি ব্যবসায়ী মো. আক্কাস আলী মন্ডল (৩৫)। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে এলাকার এক ওঝার বাড়িতে মারা যান তিনি।
আক্কাস গ্রামের মন্ডল বাড়ির মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তিনি ফরিদপুর শহরে মুরগি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক ও আক্কাসের চাচাতো ভাই ইদ্রিস আলী মন্ডল বলেন, মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন আক্কাস। মশারির মধ্যে ঢুকে একটি সাপ তার বাম পায়ে হাঁটুর ওপরে কামড় দেয়। তিনি চিৎকার করে উঠলে বাড়ির লোকজন সাপ দেখতে পান। তখন বাড়ির লোকজন তাকে নিয়ে স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে ঝাড় ফুঁক করলে আক্কাস কিছুটা সুস্থ হয়ে উঠলে রাত সাড়ে তিনটার দিকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাড়িতে নিয়ে আসার আধাঘন্টা পর তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ফের ওই ওঝার বাড়িতে নেওয়া হয়। সেখানে বুধবার সকাল ছয়টার দিকে মারা যান তিনি।
সান নিউজ/ এআর