নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: ফরিদপুর পৌরসভার বর্ধিত ও নবগঠিত ২৫নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে মেয়র নিজ হাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাজনডাঙ্গা, সাদিপুর ও গুচ্ছগ্রাম এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাউল, নগদ ৫০০ টাকা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, পৌর এলাকার মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেককেই পৌরসভার পক্ষ থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। একটি লোককেও না খেয়ে থাকতে হবে না। তিনি যেকোনো সমস্যায় পৌরসভায় যোগাযোগেরও অনুরোধ জানান।
ত্রাণ বিতরণকালে পৌর সচিব তানজিলুর রহমান মিলন, অ্যাকাউন্টস অফিসার ফজলুল করিম আলাল, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল, সৈয়দ মো. আশরাফ, বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামানসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বেলা ১২টায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া বন্যার্ত অসহায় ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনার।
এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস। এ সময় উপস্থিত ছিলেন আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন মোল্যা রিংকু, আলীয়াবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।
এই মহৎ কার্যক্রমের উদ্যোক্তা জাবির শফি দিনার বলেন, ‘প্রতিদিন কোনো না কোনো বন্যার্ত এলাকায় রান্না করা খাবার বিতরণের প্রস্তুতি আছে আমাদের। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে চাই।’
সান নিউজ/ এআর