নিজস্ব প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুর জেলার নদ-নদীর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে বুধবার (২২ জুলাই) সকালে বিপৎসীমার ১০৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহীত হচ্ছে। প্রতিদিনই ভাঙছে মধুমতির পাড়ও।
এতে জেলার চারটি উপজেলার ৩০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ রয়েছেন পানিবন্দি। অন্যদিকে নদী পাড়ের মানুষ হারাচ্ছে তাদের ভূসম্পদ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বন্যার্তদের জন্য ২০০ মেট্রিকটন চাল ও নগদ তিন লাখ টাকার বরাদ্দ দেওয়া হচ্ছে।
এদিকে জেলার নিম্নাঞ্চলের মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে বেড়িবাঁধ ও বিভিন্ন সড়কের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
সান নিউজ/ এআর