নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি’- স্লোগানে চলছে জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি। বুধবার (২২ জুলাই) সকালে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ্ মো. আহসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন নন্দী।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালি জেলা প্রশাসকএর বাসভবনে গিয়ে শেষ হয়।
সান নিউজ/ এআর