মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে ১ বছর থেকে ৪ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন দণ্ড দেন।
এর আগে বেলা সাড়ে ১০ টার দিকে চারজনকে উপজেলার আমতলী ও বেতকা এলাকা থেকে গ্রেফতার করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সাজাপ্রাপ্তরা হলো, টঙ্গীবাড়ি উপজেলার আমতলী গ্রামের মনি বেগম (৩৫), তৌলকাই এলাকার মো. রাব্বি (২৪), মাঝিবাড়ি এলাকার মো. ফরহাদ মাঝি (৩৫) ও বেতকা এলাকার মো. শামসুল হক (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আমতলী এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় হেরোইন ও গাঁজা সেবন অবস্থায় এক নারীসহ চার জনকে আটক করা হয়। চারজন খুচরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবী ছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নারী আসামিকে এক বছর, দ্বিতীয় ও চতুর্থ ব্যক্তিকে ৬ মাস এবং তৃতীয় ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দেন।
সান নিউজ/এনকে