মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার লক্ষে জেলা পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইন্সে ড্রিল সেটে মতবিনিময় সভা হয়।
শারদীয় দুর্গাপূজা আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম।
পুলিশ সুপার, এ সময় জেলার ৭টি থানার বিভিন্ন মন্দিরের পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে।
জানা যায়, জেলায় এ বছর জেলায় ৩৩৬ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ টি মন্ডপে দুর্গাপূজা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সমর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নবীন কুমার রায়।
এছাড়াও জেলার সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সান নিউজ/এনকে