নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি ২ সেন্টিমিটার কমে এখন তা বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বাড়ায় ফরিদপুর সদর উপজেলা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ৩০টি ইউনিয়নের শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। এসব এলাকায় পানির নিচে তলিয়ে গেছে ২৫টির বেশি স্কুল ও মাদ্রাসা, পাশাপাশি রাস্তাঘাট ও হাটবাজার।
সদর উপজেলার চরমাধবদিয়া, ডিক্রিরচর, নর্থচ্যানেল ও আলিয়াবাদ ইউনিয়নের মানুষেরা সবচেয়ে বেশি দুর্বিষহ জীবনযাপন করছেন। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের তীব্র সংকটও।
সান নিউজ/ এআর