মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: বড়াইগ্রামের জোনাইল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক ও অপর একটি সমবায় সমিতির সভাপতি মতিউর রহমান মতিনের কারামুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়
শনিবার দুপুরে তিনটি সমবায় সমিতির যৌথ আয়োজনে মানববন্ধনে প্রায় ৪ হাজার নারী-পুরুষ সমবায়ী অংশ নেন।
মানববন্ধন কালে জোনাইল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক তানভীর আহমেদ, সদস্য শামসুল হক ও হোসনেয়ারা, অডিট কমিটির সভাপতি জামাত আলম, আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান শামিমা আক্তার ও উদ্যমী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি ওমর ফারুক বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জোনাইল বাজারের ব্যবসায়ী চয়ন রোজারিও’র সাথে অপর ব্যবসায়ী মাসুদ রানার ২২ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকার চেক নিয়ে দন্দ বাধে।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর মাসুদ থানায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং মতিনসহ চারজনের নামে অপহরণ ও মারপিটের অভিযোগে একটি কল্পিত মামলা দায়ের করেন।
ঘটনার সাথে কোন যোগসুত্র না থাকলেও পরিকল্পিতভাবে আসামী দিয়ে সেদিন রাতেই নিজ বাড়ি থেকে মতিনকে গ্রেফতার করানো হয়েছে। মানববন্ধনে বক্তারা মতিউর রহমান মতিনের নামে দায়ের করা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার মুক্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।
সান নিউজ/এনকে