সান নিউজ ডেস্ক: মানিকগঞ্জে হ্যাঁচারি মালিকের ইট চুরি করে বিক্রির ঘটনার জের ধরে বোন জামাইকে গলা কেটে হত্যার ঘটনায় মো. সোহেল ওরফে নুরুন নবীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার।
আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কৈতরা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার মো. সোহেল ওরফে নুরুন নবীর বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার জানান, সোহেল ওরফে নবী গত ১৬ সেপ্টেম্বর মামুনের হ্যাঁচারিতে থাকা তার ভগ্নিপতি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেণু মিয়ার ছেলে রুবেল তার কর্মস্থলে বেড়াতে আসেন। এ সময় তিনি দেখতে পান তার ভগ্নিপতি হ্যাঁচারির মালিক মামুনের ইটভাটার ইট চুরি করে বিক্রি করেন।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়
এ বিষয়টি তার ভগ্নিপতিকে বোঝানোর চেষ্টা করে। তাতেও তিনি ক্ষান্ত না হয়ে পুনরায় ওই মালিকের ইট বিক্রি করে দেন। পরে সোহেল ওই ইট বিক্রির টাকা তার মালিককে দেওয়ার জন্য বললে তার ভগ্নিপতি মো. সোহেল ওরফে নবী ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসে। এ সময় রুমের ভেতর থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপালে তার ভগ্নিপতি লুটিয়ে পড়ে। তখন গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সান নিউজ/কেএমএল