ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা
সারাদেশ

ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি : বৃদ্ধা মায়ের ভরন পোষন না দেওয়ায় এবং স্বামীর পরিত্যক্ত সম্পত্তি প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা করায় রফিকুল ইসলাম (৪১) নামে এক ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা মা।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া কলোনী পাড়ার মৃত আলহাজ্ব আবু তাহেরের স্ত্রী। আর আসামী রফিকুল ইসলাম ওই বৃদ্ধার বড় ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া কলোনী পাড়ার মৃত আলহাজ্ব আবু তাহের ইন্তেকাল করেন। তার ত্যক্ত সম্পত্তির মালিক হওয়ার কথা দুই ছেলে ও তিন মেয়ে এবং তাদের মা। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকে সীমাহীন কষ্ট নেমে আসে ওই বৃদ্ধার জীবনে ।

২০১৬ সালে বড় ছেলে রফিকুল ইসলাম পিতার সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে ৬০ লক্ষ টাকা ঋন গ্রহন করে ব্যবসা শুরু করেন এবং কিছুদিনের মধ্যে সবটাকা নষ্ট করে ফেলেন।পরবর্তীতে ২০২১ সালে বড় ছেলে রফিকুল ইসলাম পিতার একমাত্র ওয়ারিশ মর্মে ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে পিতার ত্যক্ত সহায় সম্পত্তি নিজের নামে নামজারি করে নেয়।

আরও পড়ুন : শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

বিষয়টি টের পেয়ে তার এক বোন সহকারী কমিশনার (ভুমি) বরাবরে অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলামের একক নামীয় নামজারি বাতিল করে দেয়। এরপর থেকেই সে মায়ের ভরণপোষণ দেয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়।

শুধু তাই নয়,মৃত পিতার সাক্ষর জাল করে ভূয়া দানপত্র দলিল তৈরী করে পিতার সমস্ত সম্পত্তির মালিকানা নেওয়ার চেষ্টা চালায়। অন্য ভাই ও বোনেরা প্রতিবাদ করতে গেলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়।

ছেলে রফিকুল ইসলামের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় এবং বৃদ্ধ মাকে ভরণ পোষন দেওয়ার পরিবর্তে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ায় উপায়ান্তর না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

আরও পড়ুন : মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

গত ১৩ সেপ্টেম্বর ম্যাজিষ্ট্রেট নিত্যানন্দ রায় মায়ের আবেদন পেয়ে ওসি ঠাকুরগাঁও সদর থানার ওসিকে মামলা হিসেবে রুজু করার আদেশ দেয়।

আদালতের নির্দেশে ১৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানার ওসি মামলা হিসেবে রুজু করেন এবং আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সিদ্দীক হোসেন জানান, থানা থেকে মামলার তদন্তভার আমাকে দেয়া হয়েছে।

বৃদ্ধা রোকেয়া আক্তারের করা মামলায় রফিকুল ইসলাম পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা