নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে চন্দনা খাতুন (২৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের পার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চন্দনা খাতুন ওই গ্রামের সবুজ হোসেন দর্জির স্ত্রী ও বাগডোব গ্রামের চান্দু প্রামাণিকের মেয়ে। মেহেদী হাসান (৪) ও মিরাজ হোসেন (২) নামে তাদের দুটি শিশু সন্তান আছে।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, চন্দনা খাতুন স্বামীকে সহযোগিতা করার জন্য বাড়িতেই বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করতেন।
আরও পড়ুন : শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী
মঙ্গলবার বিকেলেও তিনি সেলাই মেশিন চালু করতে যান। কিন্তু আগেই ত্রুটিপুর্ণ সংযোগ থেকে সেলাই মেশিনটি বিদ্যুতায়িত হয়েছিল। মেশিনটি ধরার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
সান নিউজ/এইচএন