নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: ফরিদপুর শহররক্ষা বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করায় জেলা সদরের সঙ্গে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার যোগাযোগ পুন: স্থাপিত হয়েছে। তবে এ সড়ককে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে আরো সময় লাগবে।
রোববার (১৯ জুলাই) সকালে শহরতলীর সাদিপুরে সড়কটির ৩০মিটার অংশ বানের জলে ভেসে গিয়ে প্লাবিত করে তিনটি গ্রাম। সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে রয়েছে আশেপাশের জনবসতি।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাঁধের মেরামত হওয়া অংশ পরিদর্শনে যান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকতারা।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বাঁধের ওই অংশটি ভেঙে যাওয়ার পর থেকে দুই দিনের নিরলস প্রচেষ্টায় আমরা সকলে মিলে বাঁধটির মেরামত করতে সক্ষম হয়েছি।’
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘৪৮ ঘন্টার মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ সড়ক ও শহররক্ষা বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করে মানুষের হেঁটে ও হালকা যানবাহন নিয়ে চলাচলের উপযোগী করে তুলতে পেরেছি। আরও যেসব স্থানে বাঁধটি দুর্বল আছে, সেখানে কাজ চলছে।’
সান নিউজ/ এআর