নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জ: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় শহরের হেলিপ্যাড লেকের পানিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র দাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মো. মানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী জানিয়েছেন,সারাদেশের মতো গোপালগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মাটি পানি পরীক্ষা ও সেবা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ পরিচালনাসহ নানা কর্মসূচি ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২৭ জুলাই এ সপ্তাহ শেষ হবে।
সান নিউজ/ এআর