শফিক স্বপন, মাদারীপুর: স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মামলার ২৬ বছর পর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল বেলা ১টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসাইন এ রায় দেয়।
আরও পড়ুন: ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি
আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়। রায়ে রাষ্টপক্ষ ও নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। তবে মামলার আসামি স্বামী গোবিন্দ্র চন্দ্র পাল পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর রাতে মাদারীপুরের শিবচর উপজেলার রাম রায়কান্দি এলাকার মিলানী রানী পালকে শ্বাসরোধ হত্যা করে হত্যা করে তার স্বামী গোবিন্দ্র চন্দ্র পাল। পরের দিন সকালে স্বামী পালিয়ে গেলে শিবচর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে একই মাসের ৯ ডিসেম্বর স্বামীকে আসামিকে হত্যা মামলা দায়ের করেন শিবচর থানার এসআই আব্বাস উদ্দিন।
আরও পড়ুন: বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হচ্ছে
পরে ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি স্বামীকে দোষী করে চার্জশিট দাখিল করেন একই থানার এসআই নাজমুল হক। এ ঘটনায় স্বামী পলাতক থাকায় সাক্ষীদের জবানবন্দি শেষে দীর্ঘ ২৬ বছর পর এ রায় দেয়া হয়।
সান নিউজ/কেএমএল