সান নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর রাজবাঁধ এলাকায় বাসচাপায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে
সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম (২২) ও মুয়াজ্জিন মো. বেল্লাল হোসেন (২৫)।
আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।
নিহত হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো. কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।
ইমাম ও মুয়াজ্জিনের নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী।
আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্টিন রাইজার
পুলিশ ও এলাকাবাসী বলেন, শরিফুল ইসলাম ও বেল্লাল হোসেন রাজবাঁধ থেকে মাদানীনগর মাদরাসা যাওয়ার জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবরোধ করে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘাতক বাস এবং চালককে গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
সান নিউজ/এমআর