এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ২ শিক্ষকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত
শনিবার দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার তাদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা করেন।
জরিমানপ্রাপ্ত ওই শিক্ষকরা হলেন- উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮)ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।
আরও পড়ুন: রানির স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে এ সময়ে একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল দেওয়ার চেষ্টা করছে । তাৎক্ষণিক তাঁদের পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সালের ১১ গ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সান নিউজ/এমআর