সাজ্জাদুল আলম, ভালুকা সংবাদদাতা: লক্ষ্মীপুর এলাকায় ছিনতাইকৃত স্বর্ণ ময়মনসিংহের ভালুকায় দি আপন জুয়েলার্স নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবো
বুধবার (১৪) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভালুকা পৌর সদর শহীদ নাজিম উদ্দিন সড়কে দক্ষিণ পাশে সরকার টাওয়ার ১৪৪ নম্বর দোকান থেকে ওই ছিনতাইকৃত স্বর্ণ করা হয়।
আরও পড়ুন: বিশ্বকাপ দলে নেই রিয়াদ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট লক্ষ্মীপুর এলাকায় স্বর্ণ ছিনতাই হয়। এরপর ১৩ সেপ্টেম্বর রাতে ভালুকা মডেল থানার পুলিশের সহযোগীতায় ও লক্ষ্মীপুর মডেল থানার পুলিশের একটি দল নিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পৌর সদর শহীদ নাজিম উদ্দিন সড়কে দক্ষিণ পাশে সরকার টাওয়ার ১৪৪ নম্বর দি আপন জুয়েলার্স নামে এক স্বর্ণ ব্যবসায়ীর শ্যামল কর্মকারের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।
দি আপন জুয়েলার্স স্বর্ণ ব্যবসায়ীর শ্যামল কর্মকারের সঙ্গে একাধিক মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন: দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
মামলার তদন্তকারী লক্ষ্মীপুর মডেল থানার (এসআই) মোহাম্মদ কাউসার উজ্জামান জানান, গত ১৩ আগস্ট লক্ষ্মীপুর এলাকায় থেকে স্বর্ণ ছিনতাই হয়। ছিনতাইকৃত স্বর্ণ ভালুকার দি আপন জুয়েলার্স নামে এক দোকান থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মুঠোফোনে জানান, আমাদের অভিযানে থাকা পুলিশের টিম ফিরে আসলে বলতে পারবো।
সান নিউজ/এমআর