নেদারল্যান্ড প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ
সারাদেশ

নেদারল্যান্ড প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : জমি-জমা বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে ড.বদরুজা নাসরিন (৬৪) নামে এক নেদারল্যান্ড প্রবাসীর বসতবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা।

আরও পড়ুন : বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

এই বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন ওই প্রবাসী। এদিকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদর্শন করে আসছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীরা।

অপরদিকে প্রভাবশালীদের হুমকির ভয়ে প্রবাসী ড.বদরুজা নাসরিন তার নিজ বাড়ি ছেড়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে ওই প্রবাসীকে হত্যার উদ্দেশ্যে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ওই প্রবাসী।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী প্রবাসী ড.বদরুজা নাসরিন।

আরও পড়ুন : তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

মামলা ও ভূক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, পৌর এলাকার লক্ষীপুর পখিরা গ্রামের সরদার মো. বদিউজ্জামানের মেয়ে ড.বদরুজা নাসরিন দীর্ঘদিন যাবত নেদারল্যান্ডে বসবাস করে আসছেন।

গত ২১ জুলাই তার ভাই ওহিদুজ্জামান বাবুল মারা গেলে সে দেশে আসেন। পরে তার মৃত ভাইয়ের নামে দোয়া ও মিলাদের বিষয় নিয়ে গত ১৬ আগস্ট দিবাগত রাতে তার নিজ বাড়িতে পরিবারের লোকজন নিয়ে আলোচনায় বসেন।

এসময় একদল দূর্বৃত্ত তার বাড়ির পিছনে বেশ কয়েকটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এই বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন ওই প্রবাসী।

আরও পড়ুন : ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

এদিকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করে আসছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী।

অপরদিকে প্রভাবশালীদের হুমকির ভয়ে প্রবাসী ড.বদরুজা নাসরিন তার নিজ বাড়ি ছেড়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

তাকে হত্যার উদ্দেশ্যে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসী ড.বদরুজা নাসরিন। এই ঘটনায় প্রবাসীর পরিবারের মাঝে এখন চরম আতংক বিরাজ করছে।

আরও পড়ুন : আর্মেনিয়া-আজারবাইজানে নিহত ৪৯

নেদারল্যান্ড প্রবাসী ও মামলার বাদী ভূক্তভোগী ড.বদরুজা নাসরিন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি নেদারল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। আমি পেশায় একজন শিক্ষিকা। আমার গ্রামের বাড়ির পাশে বেশ কয়েকজন প্রভাবশালীদের সঙ্গে আমার জমি-জমা নিয়া দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

এর জের ধরে আমার কিছু গাছ কেটে ফেলাসহ বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে আসছে। আমার বাড়িতে বেশ কয়েকজন দূর্বৃত্ত রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

এই ঘটনায় থানায় মামলা করলে তা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে প্রভাবশালীরা। তাই আমি এখন আমার জীবনের নিরাপত্তার জন্য বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান করছি।

আরও পড়ুন : মেট্রোরেলে অনেক সুযোগ-সুবিধা আছে

তবে আমি কালকিনি থানার ওসি শামীম হোসেনসহ সবার সার্বিক সহযোগীতা পেয়েছি। এ কারনে থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নেদারল্যান্ড প্রবাসী ড.বদরুজা নাসরিনের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মমলা হয়েছে ও গাছ কাটার বিষয় জিডি নেয়া হয়েছে। এবং তার নিরাপত্তার জন্য থানা পুলিশ সব সময় কাজ করছে। তবে হুমকির বিষয় থাকলে সে অভিযোগ দিলে তাও নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা