নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামের চৌমুহন গ্রামের গৃহবধু বিনা খাতুনের (১৮) খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে
সোমবার (১২ সেপ্টেম্বর) জোনাইল পাগলা বাজারে রাজাপুর-জোনাইল সড়কের পাশে মানববন্ধন কালে ইউপি সদস্য ইমরান হোসেন কালু, নিহতের শোকাহত পিতা বেলাল হোসেন, মা নাজমা বেগম, ভাই মেহেদী হাসান, সমাজসেবক দুলাল প্রামাণিক ও শামীম আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর বীনাকে তার স্বামী মাসুম তার স্বজনদের সহযোগিতায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে কৌশলে এটি আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করে। কিন্তু বীনা যে আত্নহত্যা করেনি, তা পরিষ্কার। তার সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। নিহতের ভাই মেহেদী হাসান কান্নাজড়িত কন্ঠে জানান, আমার পিতা থানায় গিয়ে হত্যা মামলা দিলেও তারা তা না নিয়ে নিজেরা ইচ্ছামত অভিযোগ লিখে তাতে জোর করে স্বাক্ষর নিয়েছেন।
আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর
এ অবস্থায় আমার বোনের খুনিদের উপযুক্ত বিচার নিয়ে আমরা শঙ্কিত। তাই বাধ্য হয়ে পুনরায় কোর্টে হত্যা মামলা দায়ের করেছি।
তিনি অধিকতর তদন্ত করে অবিলম্বে বীনার খুনিদের সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন : আকবর দ্য গ্রেট: বিদায়ী শ্রদ্ধার্ঘ্য
জোর করে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় আত্নহত্যার প্ররোচণার অভিযোগে মামলা হয়েছে। নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালতের মামলার বিষয়ে এখনও কিছু জানি না। ময়নাতদন্ত প্রতিবেদনে যদি হত্যার প্রমাণ মেলে তাহলে এটি হত্যা মামলায় রুপান্তরিত হবে বলে তিনি জানান।
সান নিউজ/এইচএন