নিজস্ব প্রতিবেদক:
রংপুর: রংপুর নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি দুই যুবককে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছে থেকে ৫০০ গ্রাম শুকনো গাঁজা ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর রামপুরা এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে শাহাজান মিয়া ওরফে শাহ আলম (৩০) ও মাহিগঞ্জের বীরভন্দ্র বালাটারীর মোহাম্মদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩২)।
সোমবার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, রোববার (১৯ জুলাই) নগরীর কেল্লাবন্দ এলাকার চৌধুরী আইস্ অ্যান্ড কোল্ড স্টোরেজের ভেতর থেকে ৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ শাহাজান মিয়া ওরফে শাহ আলমকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছোট পাল্লা (পরিমাপক যন্ত্র) ও মাদক বিক্রির নগদ অর্থ দুই হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
একই দিন রাতে নগরীর সাতমাথা থেকে আনুমানিক দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মাহিগঞ্জ থানা পুলিশ। । অভিযানের সময় অন্য আসামি পালিয়ে যান।
উত্তম প্রসাদ আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি ও মাহিগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে। তাদের সহযোগী পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
সান নিউজ/ এআর