খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এই ভ্রাম্যমান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আঃ ছাত্তারের ছেলে সুরমান আলী, বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার পূর্বষর্দি গ্রামের কালুর ছেলে নূর ইসলাম, কাঞ্চন মিয়ার ছেলে জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাকের ছেলে মামুন হোসেন, ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে শাহাদত ও ছানোয়ার মিয়ার ছেলে রাসেল মিয়া।
আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছে তারই ভিত্তিতে আজকে বালু উত্তোলনের স্হান থেকে ৬ জনকে ধরে নিয়ে এসে পৃথক দুটি মামলায় একজনকে ৫০ হাজার টাকা ও অপর ৫ জনকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সান নিউজ/কেএমএল