নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ নামে সাড়ে ৬ বছর বয়সের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : মন্ত্রিত্ব যাবে কিনা, এখতিয়ার প্রধানমন্ত্রীর
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মীরমদন গ্রামে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ ওই গ্রামের মাহতাব হাওলাদারের ছেলে ও মীরমদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
আরও পড়ুন : বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ থাকা একটি মাল্টিপ্লাগের উপড়ে দাড়ালে ওই মাল্টিপ্লাগের ছিদ্রের ভিতরে পায়ের চিকন আঙ্গুল ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হন শিশু আবদুল্লাহ।
পরে পরিবারের ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন চন্দ্র হাওলাদার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম
ওসি দশমিনা থানা মো. মেহেদী হাসান দ্য ডেইলি অবজারভারকে বলেন, এভাবে শিশুটি মারা যাওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।
সান নিউজ/এইচএন