নিজস্ব প্রতিবেদক:
বরিশাল : মেঘনার অস্বাভাবিক স্রোতে ডুবে যাওয়া নৌ-যানটির কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মিয়ারচর চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত এখান থেকে নৌ-যান চলাচল ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার রোববার (১৯ জুলাই) বেলা ১১টায় মোবাইল ফোনে জানান, ঢাকা-বরিশাল নৌ-রুটের মিয়ারচর চ্যানেল রুটটি বন্ধ রাখা হয়েছে। যাত্রীবাহী নৌ-যানগুলোকে বিকল্প হিসেবে কালীগঞ্জ চ্যানেল ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মিয়ারচর অতিক্রমকালে মেঘনার ঢেউ ও প্রবল স্রোতের মুখে পড়ে এমভি ফারহানা মোনেম কার্গোটি ডুবে যায়। একটি কোম্পানির ১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে কার্গোটি নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল।
হিজলা নৌ-থানার ওসি শেখ বেল্লাল হোসেন মোবাইল ফোনে জানান, কার্গোতে কর্মরতদের স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন। কেউ মারা যাননি বা নিখোঁজ নেই।
সান নিউজ/ এআর