নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: ফরিদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন হাজার সদস্যের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
ফরিদপুর জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট সাইদুর রহমান, ফরিদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, ২০ আনসার ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার মো. আ. রাজ্জাক। এর আগে জেলা কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশজুড়ে বৃক্ষরোপণ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালকের নির্দেশে ফরিদপুর জেলার নয়টি উপজেলা কার্যালয় এবং আনসার ও ভিডিপির সকল সদস্যের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সান নিউজ/ এআর