নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকায় শহররক্ষা বাঁধের ৫০ মিটার ভেঙে গেছে। এ সময় পানির তোড়ে বিধ্বস্ত হয় ৫/৬টি বসতবাড়ি, উপড়ে পড়ে অসংখ্য গাছপালা।
রোববার (১৯ জুলাই) সকালে বাঁধ ভেঙে শহরতলীর লোকালয়ে তীব্র বেগে ঢুকে পড়ে পদ্মার পানি। ফলে জেলা সদর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় যাওয়ার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত ১২ ঘন্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি এক সেন্টিমিটার কমে রোববার সকালে বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। শহর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় যাওয়ার সড়কটির কয়েকটি স্থান পানিতে নিমজ্জিত রয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার ৩০টি ইউনিয়নের ২০ হাজার পরিবার এখন পানিবন্দি হয়ে রয়েছে। তাদের মাঝে চলছে সরকারি খাদ্য সহায়তা বিতরণ।জেলা সদর থেকে চরভ্রদাসন ও সদরপুর উপজেলার প্রধান সড়কটি চলাচলের উপযোগী করতে সড়ক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সান নিউজ/ এআর