কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের ধাক্কায় মিম নামে (৫) এক শিশু নিহত হয়েছে। নিহত মিম বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের দিনমজুর রাজু সিকদারের মেয়ে।
আরও পড়ুন : তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর
রোববার (৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে দশটার দিকে নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। দুই ভাই ও দুই বোনের মধ্যে মিম ছিল তৃতীয়।
স্থানীয় সুত্রে জানা যায়, মিম সকাল সাড়ে দশটার সময় মা ও দাদির সঙ্গে পার্শ্ববর্তী বাকি মাস্টারের বাড়িতে টিকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মিমকে ধাক্কা দেয়। এতে মিম গুরুতর আহত হয়।
এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান
এ ব্যপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা ইশরা জাহান বলেন, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।
বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন, মৃত শিশুটির সুরতহাল রিপোর্ট তৈরির দায়িত্ব দেয়া হয়েছে উপ-পুলিশ পরিদর্শক মো. মামুন ইসলামকে। তিনি আরো বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/এইচএন