সারাদেশ
শেখ ফজলুল হক মনি'র স্মরণে

সৈয়দপুরে যুবলীগ'র ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আমিরুল হক, নীলফামারী: বাংলাদেশ আওয়ামী যুবলীগ'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র স্মরণে নীলফামারীর সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ক্যাম্পের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, এাণ সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নীলফামারী জেলা শাখা সভাপতি এ্যাড. রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পি, সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। সভাপতিত্ব করেন যুবলীগ সৈয়দপুর উপজেলা আহ্বায়ক দিলনেওয়াজ খাঁন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মোঃ আসাদুল ইসলাম আসাদ ও মোস্তফা ফিরোজ।

মেডিকেল ক্যাম্পে ১০ টি বুথে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৫ জন চিকিৎসকের একটি দল চিকিৎসা সেবা প্রদান করেন। তাঁরা হলেন, সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলোজী) ডা. লুৎফুল কবির লিমন (এম ডি), সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন) ডা. মোস্তফা কবির সুজন (ডি ডি ভি), গাইনী কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক (এফ সি পি এস) ডা. শামসুন নাহার, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আদিলুজজামান রানা (এফ সি পি এস), ও ডা. মো. মোস্তাফিজুর রহমান, সার্জারী বিভাগের রেজিষ্টার ডা. এস এম কামাল, শিশু বিভাগের রেজিষ্টার ডা. তানভীর (এম ডি), অর্থসার্জারী বিভাগের রেজিষ্টার ডা. তাপস রায় (এম এম), মেডিসিন বিভাগের ডা. সরকার মনিরুজ্জামান রিংকু, মানসিক রোগ চিকিৎসক ডা. রঞ্জন কুমার সেন (এম সি পি এম), গ্যাষ্ট্রোকলজী চিকিৎসক ডা. সোহেল রানা (এম ডি), শিশু সার্জারী চিকিৎসক ডা. মুরাদুজ্জামান মুরাদ (এম এম), ডা. নবীন (অর্থপেডিক), ডা. ফরহাদ (সার্জারী), ডা. মুমু (গাইনী অবস)।

দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫শ' মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। বিভিন্ন রোগের চিকিৎসা প্রদানসহ রক্তের গ্রুপ নির্ণয় ও সকল রোগীকে বিনামূল্যে ওষুধও দেয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা