নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: প্রবল বন্যার পানির তোড়ে ভেঙে গেছে ফরিদপুর শহররক্ষা বাঁধ। বাড়ি-ঘর হারিয়ে বেড়িবাঁধের রাস্তায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার।
রোববার (১৮ জুলাই) ভোর সাড়ে ছয়টায় ফরিদপুর সদর উপজেলার সাদীপুর গ্রামের বিল গজারিয়া এলাকায় শহররক্ষা বাঁধের আনুমানিক ১৫-২০ গজ রাস্তা পানির তোড়ে ভেঙে যায়। প্রবল পানির তোড়ে ভেসে যায় বাঁধ সংলগ্ন সালাম সেক ও নিজামুদ্দিন সেকের বাড়ি। দিশেহারা তারা ও পাশের অন্য পরিবারগুলো বেড়িবাঁধের রাস্তায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দ্রুতই বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। তিনি বলেছেন, শহরের মানুষের আতঙ্কের কিছু নেই। কারণ, এই পানি গড়িয়ে বাখুণ্ডা হয়ে কুমার নদে গিয়ে পড়বে।
পরবর্তী ভাঙন ঠেকাতে প্রহরা বসিয়েছে পুলিশ প্রশাসন।
সান নিউজ/ এআর