নিজস্ব প্রতিবেদক:
ধীরে ধীরে কমতে শুরু করেছে নদীর প্রবাহ। আগামী ২৪ ঘণ্টায় প্রধান নদ-নদীর পানি কমে অন্তত ১০ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আভাসও দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
সেই সঙ্গে মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা অববাহিকায় পানি কমতে শুরু করেছে।
উজানে টানা বর্ষণ ও ঢল অব্যাহত থাকলেও নদ-নদীর পানি কমতে থাকায় বিস্তীর্ণ অঞ্চলে বিরাজমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
রোববার (১৯ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৯ স্টেশনে পানি কমেছে, অপরদিকে ৪১ টি পয়েন্টে পানি বেড়েছে। এর মধ্যে বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে ২২টি পয়েন্টে।