কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজাসহ দীপালি বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আরও পড়ুন: বিএনপি জোটে নেই জামায়াত
তবে ওই নারীর স্বামী মাদক ব্যবসায়ী শিপন শেখ (৩৮) পালিয়ে যায়। এ ঘটনায় শিপন শেখ ও দীপালি বেগমকে আসামি করে শনিবার রাতে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।
জানা যায়, শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পূর্বপাড়া গ্রামের শিপন শেখের বাড়িতে অভিযান চালায়। শিপন শেখ ওই গ্রামের আজাহার শেখের ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশের নারী সদস্য শিপনের স্ত্রী দীপালি বেগমের দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় ওই রাতেই বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদী হয়ে শিপন শেখ ও দীপালি বেগমকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেছেন।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার হচ্ছেন টুকু
এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, থানায় মামলা হয়েছে। পলাতক আসামি শিপন শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দীপালি বেগমকে রোববার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সান নিউজ/কেএমএল