নিজস্ব প্রতিবেদক:
যশোর: যশোরের চৌগাছায় মাদ্রাসা ও ঈদগাহের জমি দখল করে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পাকা ঘর নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকরা শহিদুল ইসলামের সঙ্গে কথা বললেও তিনি তাতে কর্ণপাত করেননি।
উপজেলার আরাজি সুলতানপুর গ্রামের ঈদগাহ ও নুরানি মাদ্রাসায় এই জমি দখলের ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক।
মাদ্রাসাটির সভাপতি গোলাম রসুল বলেন, ‘মাদ্রাসা ও ঈদগাহের জমি দখল করে শহিদুল ইসলাম পাকাঘর নির্মাণ করছেন। আমরা নিষেধ করলেও তিনি শোনেন না। জোর করে দখল করে নিয়েছেন। এর আগে মাদ্রাসার কয়েকটি দোকান শহিদুল ইসলামের ভাইয়েরা দখল করে নিয়েছেন।’
শহিদুল ইসলাম বলেন, ‘ঘর আমি করছি। জমিটি মাদ্রাসা ও ঈদগাহের। তবে মাদ্রাসাটি এখন আর চলে না।’
হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। মাদ্রাসাটির সভাপতি ও শিক্ষকরা শহিদুল ইসলামের কাছে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেওয়ার সুপরিশ করবো।’
সান নিউজ/ এআর