আমিরুল হক, স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করার অভিযোগে স্মৃতি সৌধের রাস্তার গার্ডওয়াল গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম হুসাইন।
আরও পড়ুন: চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক চলছে
শুক্রবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ওই স্থাপনা ভেঙ্গে কাজ বন্ধ করে দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে নীলফামারীর সৈয়দপুর সৃতি সৌধে প্রবেশের রাস্তা তৈরীর জন্য বাজেট ধরা হয় ৬ লাখ ৯৯ হাজার টাকা। শুরুতেই রাস্তার গার্ডওয়াল নির্মাণে হাত দেয় ঠিকাদার। সিডিউল অনুযায়ী এই কাজে সিইএম২/এএম- ওপিসি সিমেন্ট, ০.৮ এফএম ফিলিং বালু, এক নম্বর ইট ও এক বস্তা সিমেন্টের সাথে ৬ বস্তা বালু মিশ্রন করতে হবে।
আরও পড়ুন: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব
কিন্তু নীলফামারীর কিশোরগঞ্জ এলাকার আলিফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সবুজ মিয়া শুক্রবার বিকালে তড়িঘড়ি করে কম দামি সিমেন্ট ও ২ নম্বর ইট দিয়ে গার্ডওয়াল নির্মাণ কাজ শুরু করেন।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম হুসাইন সেখানে গিয়ে নিম্নমানের উপকরণ দেখতে পান এবং জনসম্মুখেই নির্মানাধীন গার্ডওয়ালটি গুড়িয়ে দেন।
আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার সবুজ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইন্জিনিয়ারের উপস্থিতিতেই ইট, বালু ও সিমেন্ট আনা হয়েছিল। ওই সময় কেউই প্রতিবাদ করেননি। কিন্তু পরে কার যে প্ররোচনায় নির্মাণাধীন গার্ড ওয়ালটি ভেঙে দিলেন তা আমার বোধগম্য নয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম হুসাইন বলেন, সেখানে গিয়ে নিম্নমানের কাজ দেখে তা ভেঙ্গে দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/ এমআর