ভালুকা সংবাদদাতা: ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাজার এলাকায় দুই পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে বসা কাঁচা বাজারসহ স্থাপনা উচ্ছেদ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
আরও পড়ুন: কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ
শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজ শেষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাজার এলাকায় মহাসড়কের দুই পাশে ফুটপাতে অবৈধভাবে বসা হকার ও কাঁচা বাজার উচ্ছেদ করেছে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ।
এসময় দুই পাশে বসা প্রায় শতাধিক কাঁচা বাজারের ভ্যান ও দোকান উচ্ছেদ করা হয়। মহাসড়কের দুই পাশে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দোকান বসিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা দোকান প্রতি চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২
এদিকে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে দোকান বসার কারনে ফুটপাত দিয়ে জনসাধারণ চলাচলে ব্যহত হচ্ছে। যার ফলে প্রায় সময় ঘটছে সড়ক দূর্ঘটনা। আর এইসব দূর্ঘটনা এড়াতে এই উদ্যোগ নিয়েছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
এই বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পি, পি এম জানান, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও সড়ক দুর্ঘটনা এরাতে এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
সান নিউজ/এমআর