নিনা আফরিন, পটুয়াখালী: ‘দুটি পাতা একটি কুড়ি, শুনতে পারো কি আহাজারি’ এই প্রতিপাদ্য নিয়ে চা শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে পটুয়াখালীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: সেক্রিফাইজ করতে রাজি আছি
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় পৌর শহরের ঝাউবাগানাস্থ এলাকায় মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২০২১-২২ সালের চুক্তি দ্রুত চুড়ন্তকরণ ও বাস্তবায়ন এবং চা শ্রমিকদের ৩ শত টাকা মজুরি দাবির সাথে সংহতি প্রকাশ করে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী গাজী সিহাব, সুকান্ত হৃদয় ও ইবাদুল ইসলামসহ অন্যরা।
আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব
শিক্ষার্থীরা বলেন, সিলেটের চা বিক্রির জন্য রাজকীয় প্রচার করা হয়। কিন্তু চা অর্জনের পেছনে থাকা শ্রমিকের কান্নার জল শুকিয়ে যায় কিছু বোঝার আগেই। তাই তাদের ৩শ টাকা মজুরি ন্যায্য দাবি। তাই তাদের সাথে আমরা সংহতি জানাই।
সান নিউজ/কেএমএল