এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে সংরক্ষিত নারী ইউপি সদস্যের আপত্তিকর ছবি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মোসাম্মত কাজল রেখা নামের ভাইরাল হওয়া ওই নারী নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য।
আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩
কাজল রেখার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়ার্টসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে ভাইরাল হয় কয়েক দিন ধরে। ভাইরাল হওয়া একটি ছবি এসেছে গণমাধ্যম কর্মীদের কাছে। তাতে দেখা যায় ওই ইউপি সদস্য অপর প্রান্তে ভিডিও কলে কারও সাথে কথা বলছেন।
বিষয়টি নিয়ে গ্রামের হাট বাজারে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে কাজল রেখা তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রেখেছেন। আর তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন : দেশে এলো ফাইজারের ১ কোটি টিকা
এ বিষয়ে কথা হয় ৪নং রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. শাহজাহানের সাথে। তিনি এই প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি শুনেছি এবং মেম্বার কাজল রেখাকে ডেকে জিজ্ঞাসা করেছি। সে এই ছবি তার নয় বলে আমাকে জানিয়েছে। কাজলের দাবি এটি এডিট করা ছবি।
সান নিউজ/কেএমএল