খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু
মঙ্গলবার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি বাজার প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আ.লীগ নেতা জুরান আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ।
জানা যায়, গত সোমবার (২২শে আগস্ট) নিকরাইল ইউনিয়নের ১নং পুনর্বাসন প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৫ই আগস্টের আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন সরকারের মিথ্যা-বানোয়াট তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
আরও পড়ুন : মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিকরাইল ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, ইউপি সদস্য নুর আলম মন্ডল নুহু, ছাত্রলীগের নেতা রেজাউল রহমান,আল আমিন প্রমূখ।
বক্তারা এই সময় বলেন, গত ২২শে আগস্ট পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন সরকারের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপনা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে অতিদ্রুত তাকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে বহিষ্কারের দাবি জানান।
সান নিউজ/এইচএন