কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ রাসেল মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক রাসেল মিয়া গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামের আব্দুর রশিদ মিয়ার পুত্র।
আরও পড়ুন : ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু
পুলিশ জানায়, সোমবার (২২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান, এএসআই রুহুল আমীনসহ পুলিশ ফোর্স গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল মিয়ার বসতবাড়ীর উত্তর দুয়ারী শয়নঘরে তার হেফাজতে থাকা ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক ও পলাতক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে গোপনে গাঁজাগুলো ক্রয় করে রাসেল মিয়ার বাড়ীতে রেখে এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিলো।
আরও পড়ুন : জাহাঙ্গীরের বরখাস্ত কেন অবৈধ নয়
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।
সান নিউজ/এইচএন